জামালপুরের মেলান্দহে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষক গ্রেপ্তার হয়েছে । ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ হাফিজিয়া মাদরাসায় পড়ানোর কথা বলে শিক্ষক শরিফুল ইসলাম ওই শিশুকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম পালিয়ে যান।
শিক্ষক শরিফুল ইসলাম মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ির কোনামালঞ্চ হাফিজিয়া মাদরাসার শিক্ষক।
এ বিষয়ে জামালপুরের মেলান্দহ থানায় একটি মামলা হয়। মামলার পর পলাতক শিক্ষক শফিকুল ইসলামকে বৃহস্পতিবার (১১ মে) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ঘটনার মূল আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান।