ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

মৌলভীবাজারের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন শেরপুরবাসি

জুবের আহমদ, সিলেট : | প্রকাশের সময় : শুক্রবার ১১ মার্চ ২০২২ ১১:৪৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

অস্তিত্ব রক্ষার দাবিতে মৌলভীবাজারের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন শেরপুরবাসি। স্মারকলিপিতে সরকারের অর্থ অপচয় না করে শেরপুর এলাকা দিয়ে পরিকিল্পিত ৬ লেইন রাস্তা নির্মাণের দাবি করা হয়। এতে শেরপুর বাজারের হাজারো পরিবার রক্ষা পাবে। অপচয় হবে না সরকারের টাকার। ১০ মার্চ বৃহস্পতিবার ওই স্মারকলিপি দেয়া হয়।  

জেলা প্রশাসক নাহিদ আহসানকে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন সৈয়দ লিয়াকত আলী, ফজলুর রহমান, দিবাংশু পাল, রিপন চৌধুরী, লিয়াকত আলী খান, মো. সোহেবুর রহমান প্রমুখ। 

স্মারকলিপিতে বলা হয় শেরপুর এলাকায় ৬ লেইনের রাস্তা নির্মাণে বারবার নকশা পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ নকশায় তুঘলকি পরিকল্পনা নেয়া হয়েছে। এই নকশা অনুযায়ী ৬ লেইন নির্মাণ হলে শেরপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, আবাসন, মসজিদসহ নানান ধরণের স্থাপনার অস্তিত্ব থাকবে না। এতে হাজার হাজার মানুষ বিপন্ন হয়ে পড়বেন। সরকারকে মোটা অংকের টাকা অপচয় করতে হবে। যা অবশ্যই অনাকাক্সিক্ষত। অথচ পূর্বে যে দুইটি নকশা করা হয়েছিল, তা ছিল পরিকল্পিত। ওই দুইটি নকশার যেকোনো একটি দিয়ে ৬ লেইন রাস্তা নির্মাণ করলে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। রক্ষা পাবে শেরপুর বাজারটি। 

স্মারকলিপি গ্রহণ করে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাহিদ আহসান জানান, বিষয়টি তিনি জানে না। এই বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন। শেরপুর বাজারকে রক্ষায় তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন।