ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৬

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : শনিবার ৭ মে ২০২২ ০৮:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৬জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত রয়েছেন। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থানা পুলিশের পৃথক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সুতিয়াখালী ডুকিপুড়া বাজারে তাস দিয়া জুয়া খেলার অপরাধে মোঃ শাহীন (৩০), আব্দুল আজিজ (৪২), মোহাম্মদ আলী (৩০),  সাহেব আলী মিয়া(৩৫), অজয় (১৯) ও মোঃ শাহজাহান(৩৫) নামের ৬ জুয়ারীকে গ্রেফতার করে। একটি টিম আকুয়া মধ্যপাড়া হামেদ আলী রোডের জনৈক মোঃ আব্দুল মান্নানের বাড়ীর সামনে থেকে মোঃ আকাশ (২৭), মোঃ রাসেল (৩৪),  মোঃ মজনু (৪৫) নামের ৩ মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩৩ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। অপর একটি টিম নগরীর বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প থেকে জুয়া খেলার অপরাধে মোঃ সাদেক আলী (৪৫), মোঃ ফরিদ মিয়া (৪৩), মোঃ আঃ জালাল (৪০), বাপ্পি মিয়া (৩৫), উমেদ আলী (৪৫), মনির মিয়া (৩৮) নামের ৬ জুয়ারীকে গ্রেফতার করে। থানা এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ হাতেম আলী(৫৫), মোঃ এরশাদ আলী ওরফে আশেদ আলীকে, আলতাফ আলী রোড থেকে নিয়মিত মামলার আসামী মাজহারুল ইসলাম মিন্টু (১৯)কে, পুরাতন অন্যান্য মামলার আসামী  আব্দুল আলিম (৩৫)কে,  পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে অত্র থানাধীন টাউন হল মোড় থেকে মোঃ শরীফ (৪০), ও সুজন চৌহান (২৮)কে গ্রেফতার করা হয়। এছাড়া জিআর বডি আসামী নাজির হোসেন, মোঃ রানা, মোঃ আনোয়ার হোসেনকে সিআর সাজাপ্রাপ্ত মোঃ সুমন মিয়া ওরফে দেলোয়ারকে এবং সিআর বডি আসামী ফরহাদকে গ্রেফতার করে।