যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক তিন কর্মীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় যশোর সদরের রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার সন্ধ্যায় রামনগর কানাইতলা এলাকায় সালেহা মেটালের সামনে যশোর-মণিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে ‘সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক ও দমন-পীড়নের প্রতিবাদে’ এক ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে এবং তিন যুবলীগ কর্মীকে পাকড়াও করে। পরে তাদের যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, আটক তিন যুবলীগ কর্মীকে জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/একে