ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

রাজশাহীতে মদপানে চারজনের মৃত্যু, হাসপাতালে আরও ৪

ইউএনবি | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৫:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর
ছবি: সংগৃহীত

রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  দিবাগত রাতে মোহনপুর উপজেলায়এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে রামেক হাসপাতালে নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মন্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু, মৃত জাহান আলীর ছেলে আকবর, সাঈদ আলীর ছেলে মোনা ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘তার সবাই মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন, যাদের মধ্যে হাসপাতালে দুজন মারা যান আর হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।’

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ্যপান করেন হতাহতরা। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।’

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় নিহত মন্তাজের ছেলে মাসুম রানা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

বায়ান্ন/একে