ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

রায়পুরে গভীর রাতে কম্বল নিয়ে এতিমখানায় ইউএনও

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ ০২:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শীতার্ত দরিদ্র, অসহায় ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান। রোববার (২৯ ডিসেম্বর) রাতে পৌরসভার ফারুকিয়া এতিমখানায় এতিম দের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মাঝে এই শীত বস্তু বিতরণ করা হবে।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান বলেন, উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্য প্রথম দফায় প্রায় ৭০০ কম্বল বিতরণ করা হবে। আরও কম্বল আসলে আমরা পর্যায়ক্রমে বিতরণ করবো।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ