লক্ষ্মীপুরের রায়পুরে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করে রোববার (১৪ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার অধ্যক্ষ মওলানা অধ্যক্ষ নিজাম উদ্দিন (৫২) উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামের মৃত মোবারক আলির ছেলে।
রোববার সকাল ১০টার দিকে পৌর শহরের মীরগঞ্জ সড়কের আইডিয়াল স্কুল এন্ড কলেজের তার কক্ষ থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে পৌরশহরের মীরগঞ্জ সড়কে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানটিতে ছেলে ও মেয়েদের অনাবাসিকভাবে পাঠদান করা হয়। প্লে থেকে ৮মশ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে। নিজাম উদ্দিন ওই প্রতিষ্ঠানের শুরু থেকে অধ্যক্ষ হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রায়পুর সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব । এছাড়াও উপজেলা জামায়াত ইসলামের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।
অধ্যক্ষ নিজামের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার বেলা ৯টার দিকে ওই শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠি নিয়ে শ্রেণীকক্ষের সামনে সকালের নাস্তা করছিলো। পরে অধ্যক্ষ তার কক্ষে নিয়ে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের রুমে ঢেকে নিয়ে সেক্সুয়াল হেরেসম্যান্ট করার অভিযোগ করেছে পারিবারিক ভাবে। শিক্ষার্থীর বাড়ি পৌর ৬নং ওয়ার্ডে।
অধ্যক্ষ নিজাম উদ্দিন এর বিরুদ্ধে যৌন হয়রানি ও হেনেস্থার অভিযোগে রায়পুর থানা মামলা করেছে শিশুটির পরিবার । রবিবার সকালে থানার
এসআই মোঃ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রায়পুর থানার মামলা নং-০৯, তারিখ-১৪/০৮/২২ইং ধারা-২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০২০)- ১০ এর এজাহারনামীয় আসামী নিজাম উদ্দিন(৪৮) কে গ্রেফতার করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।