ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

লক্ষ্মীপুুরে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

মু.ওয়াহিদুর রহমান মুরাদ, : | প্রকাশের সময় : সোমবার ১৫ মে ২০২৩ ০২:১০:০০ অপরাহ্ন | দেশের খবর
 
    লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মাহাম্মদ (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  
 
সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর সিকদার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত মাহাম্মদ উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের দুই নম্বর ওয়ার্ডের নয়া বাড়ির নুরুল আমিনের ছেলে।
 
 
আহতরা হলেন- মো. ইউসুফ (৪৫) ও আব্দুল করিম (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সকলে একই গ্রামের বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক।  
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা ফাইজা বলেন, গুরুতর আহত অবস্থায় মাহাম্মদকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
 
আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। অল্প সময় পরেই ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।  
 
 
দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, পিতৃহারা ছেলে মাহাম্মদ খুব কষ্টে বড় হয়েছেন। নির্মাণ কাজের ঢালাই মেশিন চালিয়েই সংসার চালাতেন।তার মৃত্যুতে তিনটি শিশু সন্তান পিতৃহারা হয়েছে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।