ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শংকরপুরে বংশাই নদীর পাড় কেটে নিচ্ছে একটি চক্র

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ০৯:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর উচ্চ বিদ্যালয়ের পর থেকে একটি চক্র বংশাই নদীর পাড় কেটে নিচ্ছে। এতে নদী পাড়ের ফসলি জমি ভাঙনের কবলে পড়ছে। সেই সাথে বন্যার পানি উপচে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, এলাকার একটি প্রভাবশালী মহল এ কাজের সাথে জড়িত। চক্রটি স্থানীয় ইটভাটা ও মানুষজনের বাড়িতে মাটি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। পক্ষান্তরে নদীপাড়ের ফসলি জমির মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ভুক্তভোগীরা। এ বিষয়ে রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ফজলুল হক জানান, বিষয়টি তার জানার বাইরে। তিনি খোঁজ নিয়ে দেখবেন।