সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক র্যালী শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে, শান্তিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন অফিসের এমসি মাওলানা মিজানুর রহমান ও জিসি মাওলানা আসাদুজ্জামান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহীম, মাওলানা নুর আহমদ, মাওলানা মিছবাহ উদ্দীন, মাওলানা জামাল আহমদ সহ প্রমূখ। আলোচনা শেষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মধ্যে ৩জন শ্রেষ্ঠ শিক্ষককে পুরুষ্কার প্রাদান করেন অতিথি বৃন্দ।
পুরুষ্কার বিতরণ শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার মাগফেরা কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ সকলের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।