আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে সাদাত মান্নান অভি'র পক্ষে গণসংযোগ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রামেশ্বরপুর বাজার কমিটির সভাপতি খাছম আলীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহবাজ মিয়ার পরিচালনা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, এম এ মান্নান এমপির সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নুর আলম, শিমুলবাক ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মনাফ, কিদিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মশাহিদ আলী, ফয়জুর রহমান, ঢালাগাও গ্রামের আওয়ামী লীগ নেতা আয়ফর আলী, আব্দুল ছাত্তার, চানপুর গ্রামের আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, মুক্তাখাই গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, রামেশ্বরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা অনিল দাস, প্রানেশ দাস, শ্যামল চন্দ্র দত্ত।
এর আগে দিনব্যাপী সাদাত মান্নান অভি'র পক্ষে, শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর, মুক্তাখাই, চানপুর, কিদিরপুর, ঢালাগাও গ্রামে গণসংযোগ করেন তারা।
উল্লেখ্য, বিশিষ্ট অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি যুক্তরাজ্যের ব্যার্কলেইজ ব্যাংকের সাবেক এমডি। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পুত্র।