ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জ উপজলা কাজী সমিতির মাসিক সভায় কাজী মমতাজকে অভিনন্দন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০১:৩৯:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
 
 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলা কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়কলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী অফিস শান্তিগঞ্জ বাজারে সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, মাসিক সভায় সমিতির পক্ষ থেকে উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ও  জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ ঢাকার জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
 
 মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির সহ সভাপতি কাজী মাওলানা শায়খুল ইসলাম, সহ সভাপতি কাজী মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক ও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলী, দপ্তর সম্পাদক কাজী মাওলানা মাশুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, অর্থ সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম সহ প্রমুখ। নেতৃবৃন্দ সভায় বাল্য বিবাহের সু-ফল কু-ফল বিষয়ে ব্যাপক আলোচনা হয়। 
বক্তারা বলেন ছেলে মেয়েদের অভিভাবক সচেতন থাকলে অল্প বয়সে ছেলে- মেয়েদের অকালে জীবন বিপন্ন হতনা। তাই বিভিন্ন সমাবেশে ছেলে মেয়েদের পিতা মাতা সহ সচেতনতা বৃদ্ধি করতে হবে।