ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন-সমাবেশ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ০৯:০৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এণ্ড কলেজের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা-অপদস্তের ঘটনায় সোচ্চার হয়ে ওঠেছে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক-শিক্ষার্থীরা। নারকীয় এসব ঘটনার প্রতিবাদে জেলার আশুগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীরা করেছেন মানববন্ধন-সমাবেশ।
 
 
 
বৃহস্পতিবার (৩০জুন) দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলা সদরস্থ ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সামনে আশুগঞ্জ-আড়াইসিধা-তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে মানববন্ধনে মিলিত হন।
 
 
ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শামছুল আলম শাহীন, সহকারি অধ্যাপক নাজমা বেগম, প্রভাষক গোলাম মাওলা প্রমুখ। সমাবেশে বক্তারা সম্প্রতি শিক্ষকদের উপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জন্য সরকারের কাছে দাবী জানান।