সাভারে ৯ বছরের এক শিশুকন্যাকে তাড়ি খাইয়ে নিজের ঘরে লুকিয়ে রেখে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (০২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে সাভার মডেল থানা থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এর আগে রবিবার ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আরিফ (৪০)। তিনি সাভারের ছায়াবিথী এলাকায় ভাড়া থেকে ভ্যানচালক হিসেবে কাজ করেন। ভুক্তভোগী পরিবারটিও একই বাড়িতে ভাড়া থাকে।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না মা। পরে মেয়েকে খুঁজতে বের হয়ে আরিফের ঘরের সামনে মেয়ের জুতা দেখে ঘরে ঢুকে মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মা। শিশুটিকে র্যাকের ভেতর লুকিয়ে রেখেছিল পাষন্ড আরিফ। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, আমি শিশু ও শিশুর পরিবার ও অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলেছি। প্রাথমিক ভাবে ধর্ষণ চেষ্টার আলামতই পেয়েছি। মেয়েকে তাড়ি খাইয়ে অচেতন করে লুকিয়ে রেখেছিল আরিফ। ধর্ষণ করার আগেই শিশুটির মা এসে হাজির হয়। প্রাথমিক ভাবে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। শিশুর শারীরিক পরীক্ষাও করা হয়েছে। রিপোর্টে যদি ধর্ষণের প্রমাণ মেলে তাহলে মামলা ধর্ষণ মামলায় রুপান্তরিত হবে।