শিশু-কিশোরসহ সব শ্রেণির মানুষের মধ্যে পাঠ্য অভ্যাস গড়ে তুলতে শুভসংঘ পাঠাগার গড়ে তোলে কালের কণ্ঠ শুভসংঘ কালাই উপজেলা শাখা। এবার পাঠ্য অভ্যাস গড়ে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শুভসংঘের বন্ধুরা। প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেন শুভসংঘ বন্ধুরা। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক- শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারন মানুষের মাঝে শিক্ষার আলো বই পৌছে দিচ্ছেন। এছাড়া্রও পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারবে পাঠকরা । পড়া শেষে ফেরত দিতে হবে পাঠাগারে। আজ কালাই উপজেলার কাটাহার দাখিল মাদ্রাসায় শিক্ষক- শিক্ষার্থীদের হাতে পাঠাগারের বই তুলে দেওয়া হয়। উপজেলার পাঠানপাড়া বাজারে শুভসংঘ পাঠাগারটি চালু করে কালাই উপজেলা শুভসংঘ। ডিজিটাল যুগে শিশু-কিশোরদের অনলাইনের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন। বর্তমান সময়ে বইয়ের পাতায় চোখ কমে গেছে ছাত্র-ছাত্রীদের। শুভসংঘ পাঠাগারের সাধারন মানুষ ও মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার সুযোগ পাবে।পাঠাগারের বই পেয়ে শিক্ষার্থী ফাহমিদা বলেন, বই পেয়ে খুবই আনন্দ লাগছে। আমরা কখনো এ ধরনের পাঠাগার দেখিনি। শুনেছি, কিছু আছে কিন্তু সেগুলো আমাদের বাড়ি থেকে দূরে। এখন আমরা হাতের নাগালের মধেই বই পড়ার সুযোগ পাচ্ছি।
কালাই উপজেলা শাখার শুভসংঘ সভাপতি এম রাসেল আহমেদ বলেন, সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। এখানে নতুন নতুন অনেক বই আছে, আরো বই যুক্ত করা হবে। এর মাধ্যমে পাঠকরা নতুন কিছু জানতে পারবে আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ, আবু নাছের, মোরশদুল ইসলাম সুজন, শামীম আহমেদ, আরমান, হাবিবুর, রাইহান, মেহেদী ,মোস্তাক, আলামিন প্রমুখ।