বিএনপির নৈরাজ্য ঠেকাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি সজিব হোসেন লিটনের সভাপতিত্বে ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দিনার বিশ্বাস।
এসময় বিএনপি-জামায়াত জোট যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সে জন্য ইউনিয়নের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মো. দিনার বিশ্বাস বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে ইউনিয়নের সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। যাতে করে বিগত দিনের মতো উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করতে ধলহরাচন্দ্রবাসী আবারো নৌকায় ভোট দিতে পারে।
কর্মীসভা শেষে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।