সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্বরণে শ্যামনগর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকাল ৫টায় শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাছুম বিল্যাহ, মোঃ রুহুল আমীন, জাহিদ হাসান, শরিফুল ইসলাম, বিলকিস আক্তার, হাবিবুল্লাহ আল মামুন, উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক প্রমুখ।
বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করে তাদের আত্নার মাগফেরাত কামনা করেন। তারা বলেন যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে ,তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্র সমাজ বদ্ধপরিকর।