ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১
কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন

সভাপতি আল মামুন সাগার সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন

কুষ্টিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১ অক্টোবর ২০২৩ ০১:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনভর উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিয্যবাহি কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন। নির্বাচনে ১৯ টি পদে দুই প্যানেলে ৩৮ জন প্রতিদ্বন্দিতা করেন। সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ টি সম্পাদক পদ বাকি ৯ টি সাধারণ সদস্যপদ। নির্বাচনে  বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আল-মামুন সাগর ৫৪ ভোট পেয়ে পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক পান ৪১ ভোট। ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন। নিকটতম প্রতিদ্বন্দি চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাস পেয়েছেন ৪১ ভোট।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোট গণনা শেষে  কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।  এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট প্রদান করেন  ৯৬ জন সদস্য । তার

নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কুষ্টিয়ার দর্পণের মজিবুল শেখ, সহ-সভাপতি পদে দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাই টিভির আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ পদে বাংলা টিভির এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক দিনের শেষে পত্রিকার নিজাম উদ্দিন।
৯টি নির্বাহী সদস্য পদে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, দৈনিক নয়া দিগন্তের আ ফ ম নুরুল কাদের, দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিরাজুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার এস এম রাশেদ, দৈনিক মানবজমিনের কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার মানিক, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক আব্দুল জিহাদ, সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদক খালিদ হাসান সিপাই ও দৈনিক সাগরখালী পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দ্দার নির্বাচিত হয়েছেন।