ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ১২:২২:০০ পূর্বাহ্ন | দেশের খবর
সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টায় জেলা গণগ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা ‘৩৫ বছর বাস্তবায়ন কমিটি’।
 
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা সভাপতি রুবেল হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা, রাজশাহী, ইসলামী, খুলনা, চট্টগ্রাম, যশোর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারমিন সুলতানা, জনি আহমেদ, ফরিদ আহমেদ, সাবু সাইদ, মিলি খাতুন, তাসনিম হাসানসহ অন্যান্যরা।
 
বক্তারা বলেন, আমাদের দাবি একটাই সরকারী চাকরির বয়স ৩৫ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বলেছিলেন সরকারী চাকরির বয়সসীমা ৩৫ করা হবে। তাদের কথার বাস্তবায়ন চাই আমরা । দিনের পর দিন আমাদের জীবণ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে।
 
তারা আরও বলেন, আমাদের পরিবারগুলো অসহায় হয়ে পড়ছে। কোটা পদ্ধতি তুলে দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মুখের দিকে একবার তাকান। দেখুন কী কষ্টের জীবণ যাপন করছে তারা ও তাদের পরিবার।