ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৩ অগাস্ট ২০২২ ১০:১১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জ্বালানি তেল, দ্রব্যমূল্যসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে সরকারের অচিরেই পদত্যাগ করা উচিত।

বিএনপি জনগণের দল হিসেবে জনগণের সমস্যা নিয়ে সবসময় রাজপথে ছিল। এই স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার হরণ করে জগদ্দল পাথরের মতো গায়ের জোরে দেশ শাসন করছে।  

শনিবার  (১৩ আগস্ট) বিকেলে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া  ‘এ’ ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, অবিলম্বে সমস্ত ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  

প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসান বক্কর বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। গায়ের জোরে ক্ষমাতায় টিকে থাকতে চায়। জনগণ ক্ষেপে উঠেছে। সবকিছুর দাম আজ  ঊর্ধ্বগতি। বেসামাল এই সরকারের পদত্যাগে  আপনাদেরকে রাজপথে নামতে হবে। আমরা অচিরেই চট্টগ্রাম মহানগরীর ৪১ টি ওয়ার্ডের ইউনিট কমিটির সম্মেলনের কাজ সম্পন্ন করবো।  

দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার পুনর্গঠন কমিটির টিম প্রধান এম এ আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের সদস্য মোহাম্মদ আব্দুল হালিম শাহ আলম, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ পুনর্গঠন কমিটির সদস্য মাইমুনুল ইসলাম হুমায়ুন, আব্দুস সাত্তার সেলিম, মনোয়ারা বেগম মানি, বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম আই চৌধুরী মামুন, নগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, খোরশেদ আলম, ইসমাইল বাবুল, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সেকেন্দার, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিন, অ্যাডভোকেট ছৈয়দুল  আমিন, গুলজার হোসেন লেদু, আরিফুল ইসলাম ডিউক প্রমুখ।