ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতাঃ | প্রকাশের সময় : শনিবার ১৭ জুন ২০২৩ ০৫:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমকের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসাহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করেন।

এতে স্থানীয় সাংবাদিকরা নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।  

এছাড়াও সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

দৈনিক ইনকিলাব পত্রিকার মির্জাগঞ্জ সংবাদদাতা ও মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জের সভাপতি মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।