সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জাল টাকা নিয়ে ওই যুবক পান ও সিগারেট নিয়ে ১ হাজার টাকার নোট দেয়। পরে দোকানদার ১ হাজার টাকার নোটটি জাল বুঝতে পারে। পরে অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেয়। সেটাও জাল ছিলো। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকে থানায় নিয়ে যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার চেষ্টার সময় ওই যুবকে স্থানীয় আটক করে। তার কাছ থেকে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে