ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সিলেটে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটে নগরীতে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নগরীর শাহপরাণের উত্তর বালুচর জোনাকি এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম অরুনা বেগম (২৪)। অরুনা সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার (মাটগাও) এলাকার মৃত আব্দুল সালামের মেয়ে।

পুলিশ জানায়, স্থানীয়ভাবে খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। তবে ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

তিনি বলেন, লাশটিতে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।