ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সিসিক রাজস্ব বিভাগের অভিযান ৪ লক্ষ ৫০ হাজার টাকা আদায়

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বকেয়া হোল্ডিং ট্যাক্স বিল পরিশোধ আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁনের নেতৃত্বে মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) নগরীর ১১ নং ওয়ার্ডের বিভিন্ন হোল্ডিংয়ে অভিযান করা হয়। অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে আদায় করা হয়।

 

রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁন জানান, অপরিশোধিত হোল্ডিং ট্যাক্স যারা পরিশোধ করেন নি তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

এসময় সিলেট মেট্রপলিটন পুলিশের একটি দল এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।