সৈয়দপুর বিমানবন্দর এলাকায় একটি প্রতারক চক্র চাকুরীর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে সাধারন মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলো। প্রতারক চক্রের মূল হোতা মোঃ ফুল চাঁন প্রামানিক, পিতা মো মোবারক প্রামানিক গ্রাম- কোষ্টাপাড়া, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল। চক্রটি বিগত ১৭ দিন সৈয়দপুর এলাকায় অবস্থান করে বিভিন্ন মানুষকে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে আসছিলো। বিষয়টি এনএনআই এর নজরে আসলে তারা বিষয়টি নিয়ে খোজ খবর নিতে শুরু করেন। এনএসআই এর একজন কর্মকর্তা চাকুরী প্রার্থী সেজে তার সাথে যোগাযোগ কালে উক্ত ব্যাক্তি জানায় তিনি বিমানবন্দর এলাকায় হাজার কোটি টাকার কাজ পেয়েছেন উক্ত কাজের প্রচুর লোকের প্রয়োজন তাই তিনি লোক সংগ্রহরে কাজে ব্যস্ত রয়েছেন, তার কোম্পানীর নাম মীর আক্তার কোম্পানী।
চাকুরী পেতে হলে লোকপ্রতি ৫ হাজার টাকা তাকে দিতে হবে বলে তিনি আবদার করেন। এত এনএসআই কর্মকর্তার সন্দেহ হলে তারা বিমানবন্দর ম্যানেজারের কাছে যোগাযোগ করে মীর এন্ড কোম্পানী নামীয় কোন কোম্পানী কাজ পেয়েছে কিনা জানতে চাইলে বিমানবন্দর ম্যানেজার জানান এই নামে কোন কোম্পানী কাজ পায়নি, এতে এনএসআই কর্মকর্তার আরো সন্দেহ হলে তারা উক্ত প্রতারক ব্যাক্তির কাছ থেকে তার বসের নাম্বার চেয়ে বসেন, তাদের কথা বার্তায় অসংগতি পেলে তাকে সৈয়দপুর পুলিশে সোপর্দ করা হয়্। পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরো তিন সদস্যকে একটি বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইতিপূর্বে এইরকম প্রতারক চক্র বিমানবন্দরে কাজের কথা বলে সাধারন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। কিন্তু এবার প্রতারক চক্রটির শেষ রক্ষা হলো না। তারা বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই কর্মকর্তার কাছে ফেঁসে গেলেন।