কুষ্টিয়া খোকসা উপজেলায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে চার শিক্ষার্থী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া সাতটার দিকে মসজিদ থেকে পবিত্র কোরআন শিক্ষা শেষে বাড়ি ফেরার সময় খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দৈনিক বায়ান্ন কে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন-নুর যায়েদ।
দুর্ঘটনায় নিহতরা হলেন, খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হেলাল উ্দিনের মেয় যুথি (১২), হানিফের মেয়ে মিম (১২), পালন শেখ এর মেয়ে তানজিলা (১১), পালন সরকারের মেয়ে মারিয়া (১০), এছাড়া আনারুলের মেয়ে ফাতেমা (১০) গুরুতর আহত। সকল শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়বাসিন্দা শামিম জানান, কুঠিপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন শেখানো হয়। প্রতিদিন বকদ ফজর ওয়াক্ত থেকে মসজিদের আশে পাশের এলাকার অনেক শিশু আসে কোরআন শিখতে। প্রতিদিনের ন্যায় এই শিশু গুলো আজও এসেছিলো কোরআন শিখতে। বাড়ি ফেরার পথে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পৌছালে ঢাকা থেকে আসা একটি কালো রঙ্গের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন শিশুর গায়ের উপর তুলে দিয়ে পাশে একটি খালে উল্টিয়ে যায়। ঘটনা স্থলেই দুই জন ও কুষ্টিয়া সদর হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। একজন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুঠিপাড়া জামে মসজিদের ঈমাম মওলানা আব্দুল হক জানান, প্রতিদিন ফজর নামাজ শেষে মসজিদের আশেপাশের এলাকার অনেক শিশু কোরআন শিখতে মসজিদে আসে। এই বাচ্চাগুলোর বাড়ি একই জায়গায় হওয়ায় তারা একসাথে যাতায়াত করতো। মসজিদ থেকে পড়া শেষে বাড়ি ফেরার পথে আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনা মেনে নেওয়ার মত না। আল্লাহ এই শিশুদের জানাতবাসি করবেন ইনশাআল্লাহ। সেই সাথে মাইক্রোচালকের কোন অবহেলা থাকলে পুলিশ তদন্ত করে তাকে শাস্তির ব্যবস্থা করবেন।
ঘটনারপর থেকে স্থানীয়রা কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাস্তা৷ দুই দিকে আটকাপড়ে হাজার হাজার যানবাহন। বিক্ষোভকারীরা ঘটনার বিচার দাবি করে স্লোগান দিতে থাকে। পরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন ও খোকসা থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, রোববার সকালে ৭টার দিকে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পথচারী শিশুদের ধাক্কা দিয়ে খালে পড়ে যায়। নিহত হয় ৪ জন আহত হয়ে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা এর বিচার দাবি করছি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন-নুর যায়েদ জানান, সকাল সাতটার সময় খবর যেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দুই শিশুর মরদেহ রাস্তায় ও ঢাকা থেকে আসা একটি কালো মাইক্রোবাস খালে পড়ে আছে। আরো তিনজন শিশুকে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চালক দোষী হলে শাস্তির আওতায় আনা নিশ্চিত করা হবে।