ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হবিগঞ্জের ঘটনায় বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মানববন্ধন ও সমাবেশ

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ ০৪:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

শুক্রবার বেলা ১১টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তরুণীর হাত, স্তন কেটে ফেলার মত মধ্যযুগীয় বর্বর ঘটনার প্রতিবাদে এবং অপরাধীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ সাতমাথায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা সভাপতি অ্যাড. দিলরুবা নূরী, সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার অ্যানি। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ-সভাপতি রাধা রানী বর্মন, জেলা অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু, প্রচার-প্রকাশনা সম্পাদক আকলিমা বেগম প্রমুখ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তরুণীর হাত, স্তন কেটে ফেলার মত মধ্যযুগীয় বর্বর ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এরকম একটি মধ্যযুগীয় বর্বর ঘটনায় প্রশাসন এখন পর্যন্ত সকল আসামীকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায় ভিকটিম নিরাপত্তাহীন হয়ে পড়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, এরকম একটি ঘটনা সমাজকে যে বার্তা দেয় তা নারীর জীবন বিকাশের পথে অশণি সংকেত। নারী মানুষ হিসেবে কিসে হ্যাঁ বলবে আর কিসে না বলবে এটা যে নারীর নিজস্ব বিষয় তা অস্বীকার করার অপসংস্কৃতিই মূলত সমাজে নানা ভাবে বিস্তৃত করা হচ্ছে। নারী কোন কিছুতে না বললে তাকে জবরদস্তি করতে হবে এই পুরুষতান্ত্রিক মানসিকতা প্রকট হচ্ছে এই ঘটনা তার প্রমাণ। এই ঘটনা শুধুমাত্র জবরদস্তি না, প্রেমের প্রস্তাবকে না করার কারণে কুপিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে হত্যা করার পরিকল্পনা প্রমাণ করে এই অপরাধ করলে তারা পার পেয়ে যাবে এই ঔদ্ধতার প্রকাশ। অপরাধ করে পার পাওয়া যায় বিচারহীনতার এই অপসংস্কৃতি মূলত অপরাধীদের দুর্ধর্ষ ও ভয়াবহ করছে। নারীর প্রতি অধস্তন মনোভাব, নারীর দেহের অধিকার নারীর নয়, নারীর দেহ যে পুরুষ চাইবে নারীকে সেই পুরুষের হতে হবে এসব সেই বিকৃত মানসিকতাা। এইসব বিকৃত মানসিকতা সমাজ থেকে দূরীকরণে রাষ্ট্র বা সরকারের কোন ভূমিকা নেই বললেই চলে। বরং রাষ্ট্রেই গণতন্ত্রের কোনো চর্চা নাই, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে, যেখানে সরকারে থাকা রাজনৈতিক দলের কাছে এই অপরাধীরা প্রশ্রয়  পেয়ে থাকে। নেতৃবৃন্দ এই অপরাধ দমনে অবিলম্বে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে ভিকটিমের চিকিৎসার সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করার দাবি জানান।