ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

হরিণাকুণ্ডুতে বিষপানে তিন সন্তানের জনকের আত্মহত্যা

মোঃ বনি হরিনাকুন্ডু : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ মে ২০২৩ ০৯:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পারিবারিক কলহের জের ধরে রুজদার আলী (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
 
শুক্রবার (১৯ মে) হরিনাকুন্ডু উপজেলার ২ নং জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে । মৃত রুজদার আলী মৃত ছবের মোল্লার ছেলে । তিনি,এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের  জনক।
জানা গেছে,দীর্ঘদিন ধরে রুজদারের পরিবারে পারিবারিক কলহ চলছিল।এরই জেরে শুক্রবার সকালে বাড়ি থেকে মাঠের উদ্দেশ্য বের হয়ে যায় এবং মাঠে যেয়ে বিষপান করে।
বিষপান অবস্থায় করে ছটফট করতে থাকলে এক কৃষক দেখতে পেয়ে পরিবারের লোকজনের খবর দিলে স্বজন ও প্রতিবেশিরা  তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু সদর হাসপাতালে ভর্তি করে ।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২:০৩ ঘটিকার সময় তাঁর মৃত্যু হয়।
 
হরিণাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান,সকাল 
১০ থেকে সাড়ে ১০ টার মধ্যে বিষপানে প্রায় মুমূর্ষু অবস্থায় মাঝ বয়সি এক ব্যাক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসলে তাকে ওয়াশ শেষে চিকিৎসা প্রদান করা হয়। দেড় ঘন্টা পর 
চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ডে তার মৃত্যু হয়।
 
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান 
আত্মহত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।