ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

হিলি প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ৮ এপ্রিল ২০২২ ০৬:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

প্রত্যেকে আমরা পরের তরে এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র‍্যালী, আলোচনাসভা ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্কাউটসের আয়োজনে শুক্রবার সকাল ১১টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশ স্কাউটস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে স্কাউটস দিবস উপলক্ষ্যে স্কাউটদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এর পরে কলেজ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, পাইলট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, স্কাউটের সাধারন সম্পাদক কাওছার আহম্মেদ, উপজেলা কাবস্কাউট লিডার মহিদুল ইসলামসহ অনেকে।