ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

৭২ ঘণ্টার আল্টিমেটামে অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১ জুন ২০২২ ০৫:১৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

৭২ ঘন্টার আল্টিমেটামে ১২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।  বুধবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহারের বিষয়টি জানান চবি ছাত্রলীগের উপ-গ্রুপ ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়।

তিনি বলেন, প্রশাসন ইতোমধ্যে অভিযুক্ত মো. হানিফকে আটক করেছে। অন্যদেরও গ্রেফতারের আশ্বাস দিয়েছে। আমরা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, হাটহাজারী থানা পুলিশের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত একজনকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্রলীগ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। ক্যাম্পাস থেকে শহরগামী বিকাল ৪ টার ট্রেন যথাসময়ে চলবে।

এর আগে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে রাত ৩ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও বাস বন্ধ ছিলো। এদিন বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।