ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড: ১৯ দিনে ১.৫৫৩ বিলিয়ন ডলার

আহমেদ শাহেদ, ঢাকা: | প্রকাশের সময় : সোমবার ২১ অক্টোবর ২০২৪ ০৪:৪৩:০০ অপরাহ্ন | জাতীয়

চলতি অক্টোবর মাসে রেমিট্যান্স আহরণে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। মাত্র ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৫৫৩ বিলিয়ন ডলার বা ১৫৫৩ কোটি ডলার। প্রতিদিন গড়ে প্রায় ৮৭ মিলিয়ন ডলার দেশে আসছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসের একই সময়ে রেমিট্যান্স আহরণ হয়েছিল ১.৪৭ বিলিয়ন ডলার, যা থেকে স্পষ্ট যে অক্টোবরে উল্লেখযোগ্য বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

ব্যাংকিং চ্যানেলগুলোর মাধ্যমে প্রাপ্ত এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০৮ মিলিয়ন ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৮ মিলিয়ন ডলার, এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১.০৪৯ বিলিয়ন ডলার। এছাড়াও, বিদেশি ব্যাংকের শাখা থেকে প্রাপ্ত হয়েছে ৪.১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্সের ধারাবাহিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে প্রবাসীদের অব্যাহত শ্রম। ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৫৪৬.৩ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত এসেছে ৫৬১.৯ মিলিয়ন ডলার, এবং মাসের প্রথম ৫ দিনে পাঠানো হয়েছে ৪২৪.৭ মিলিয়ন ডলার।

 

বায়ান্ন/এএস