ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আওয়ামী লীগের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে গণজমায়েত ও বিক্ষোভ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০১:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। রোববার (১০ নভেম্বর) সকাল থেকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় অবস্থান নেন তারা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল করতেও দেখা গেছে তাদের। 

এসময় মিছিল থেকে ‘দফা এক, দাবি এক খুনি হাসিনার গ্রেপ্তার’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার কর, করতে হবে’, ‘গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি চাই, দিতে হবে, দিয়ে দাও’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এরপর ঝুমুর এলাকায় সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা।

এসময় বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতাকে আহত-নিহত করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশে নৈরাজ্য তৈরির জন্য কর্মসূচি দিয়েছে। আমরা ছাত্র-জনতা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে অবস্থান নিয়েছি। বাংলার মাটিতে তাদের কোন স্থান নেই। 

তারা আরও বলেন, আওয়ামী লীগ গতকাল ঘোষণা দিয়েছিল, তারা রাস্তায় নামবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। সেই কারণে আমরা এখানে জড়ো হয়েছি। এখানে কোনো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘরের মধ্যে, গর্তের মধ্যে লুকিয়েছে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খুনি হাসির বিচার ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঝুমুর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বায়ান্ন/প্রতিনিধি/একে