ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

আগামী দিনে বিএনপি হবে স্বচ্ছ, সুফল পাবে উপজেলাবাসী: মামুনুর রশিদ মামুন

মোঃ হাবিব, ফুলবাড়িয়া | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৯:৩৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

আগামী দিনে বিএনপি সন্ত্রাস ও  চাঁদাবাজ মুক্ত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে একটি পরিবারের মতো সুশৃংখলভাবে থাকতে চাই। সাধারণ মানুষ ভয়ে থাকবে না। আগামী দিনে বিএনপি হবে স্বচ্ছ। সেটার সুফল পাবে উপজেলাবাসী। সেই লক্ষে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। বিএনপি প্রতিযোগীতা থাকবে কিন্তু কোন প্রতিহিংসা থাকবে না।

উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে জন সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও খাইরুল ইসলাম এবং যুবদল নেতা  হুমায়ুন কবিরের সঞ্চালনায় বৃহস্পতিবার  সন্ধ্যায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, বিএনপির নেতা আব্দুল লতিফ চৌধুরী,  মোঃ শফিকুল ইসলাম খসরু খান, হেলিম মাষ্টার, মোঃ আলাল উদ্দিন,মোঃ নূরুল ইসলাম,  জাহিদ হাসান, রফিকুল ইসলাম, হাকিম মাষ্টার, সেনাসদস্য রফিকুল ইসলাম, আমজাদ আলী, ইয়াকুব আলী, ইনসান আলী, ফজলুল হক চৌধুরী, ওয়াদুদ, আবদুল লতিফ চৌধুরী, যুবনেতা মোঃ খাইরুল ইসলাম, মুস্তাক আহমেদ, মোঃ জামান মাষ্টার,  হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আবু ইউসুফ, নিশাদ মন্ডল প্রমুখ। এছাড়াও ভবানীপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ