ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

ইভিএমে নয়, ব্যালটে হবে জাতীয় নির্বাচন: সিইসি

এম এম লিংকন | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:০৮:০০ অপরাহ্ন | জাতীয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম পদ্ধতি বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ ব্যালটে আয়োজন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সাঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপাতত ভাবছে না কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে জানিয়ে সিইসি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে এই বিষয়ে কমিশন কোন মন্তব্য করবে না।

ভোটার হালনাগাদে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা- কর্মীরা ভোটার হতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলের বা সংগঠনের হয়ে নয়,১৮ বছর বয়স হলে এদেশের সবাই নাগরিক ভোটার হতে পারবে। 

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক আবেদন এসেছে উল্লেখ করে তিনি বলেন, তবে ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্র্নিধারণ করা হবে। কাউকে জেতানোর জন্য নয়, ন্যায্যতা নিশ্চিত করা হবে।

ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা যাবে না, তারা সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছে তাই সুষ্ঠু নির্বাচন করতে আমরা অঙ্গীকারবদ্ধ বলে প্রতিশ্রুতি দেন সিইসি। 

এর আগে গতকাল (সোমবার) নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে ২০২৫ সালের শেষদিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে।

 

বায়ান্ন/এসএ