ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ০৪:২৪:০০ অপরাহ্ন | জাতীয়

দেশবরেণ্য কবি ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই। বুধবার রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে তাঁকে মাটিতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার ফলে রক্তপাত হয়, যা তার মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কবি হেলাল হাফিজ ছিলেন সমসাময়িক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কবিতাগুলো তরুণ প্রজন্মের মধ্যে বিপ্লবী চেতনা এবং প্রেমের গভীর অনুভূতি ছড়িয়ে দিয়েছে। "এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়"- এই অমর পংক্তির স্রষ্টা হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্যাঙ্গন গভীর শোকাহত।

কবির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল জাতীয় প্রেসক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বায়ান্ন/এএস/একে