মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রথমে কুরমাঘাটে স্থানীয় আওয়ামী লীগ অফিসে ঢুকে মতিউর নামে বিমান বাহিনীর চাকরিচ্যুত কর্মচারী নেছার মিয়া নামে একজনকে মারধর করে এবং অফিস ভাংচুর করে।
এসময় উত্তেজিত হয়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে এরই রেশ ধরে স্থানীয় কাজুর দোকান নামক স্থানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নেছার মিয়া, আজু মিয়া, বদরুল মিয়া ও মতিউর রহমান, কাওসার, বেলাল ও ভুষন নামে কয়েকজন আহত হয়। এসময় দোকানপাঠ ভাংচুর করারও অভিযোগ উঠে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুলেমান মিয়া বলেন, মতিউর দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সামাজিক মাধ্যমে সে প্রায় সময় নানা মন্তব্য করে।
তিনি বলেন, মতিউর রহমান প্রথমে বিমান বাহিনীতে কর্মরত ছিল। সেখানে সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তার চাকরী চলে যায় ও জেল খাটে।