ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সিসিকের পার্যালোনা সভা অনুষ্ঠিত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:১৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সিলেট সিটি কর্পোরেশন কৌশলপত্র কর্মপরিকল্পনা ২০২৩—২০২৪ অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পার্যালোনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিসিক সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন উন্নয়ন অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় জাইকা’র কমিউনিকেশন এক্সপার্ট ও প্রজেক্ট কো—অর্ডিনেটর সাকি সোনোব উপস্থিত ছিলেন।

এসময় প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অব:) একলিম আবদীন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মতিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফারিয়া সুলতানা, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, আইটি কনসালটেন্ট সাদাৎ হোসাইন খাঁন, সহকারি প্রোগ্রামার মনসাজ নাসিফ ও জাকির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।