ঢাকা, শুক্রবার ৪ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

কাউনিয়ায় বন্যার্তদের মাঝে শিল্পপতি এমদাদ ভরসার ত্রাণ বিতরণ

সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৫৩:০০ অপরাহ্ন | রংপুর
-কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা ছবি-দৈনিক বায়ান্ন।
কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়েছে। 
 
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন  জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। এসময়  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও হারাগাছ পৌর সভার সাবেক মেয়র  মামুনুর রশীদ, অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন,  আখতারুজ্জামান, আতিকুল ইসলাম সোহাগ, সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, হারাগাছ পৌর বিএনপির আহবায়ক মোনায়েম হোসেন ফারক,বিএনপি নেতা মোজাম্মেল হক বসুনিয়া,হারাগাছ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর আলম সদস্য সচিব মোঃ মশিয়ার রহমান,ওলামা দলের উপজেলা সভাপতি আব্দুল মমিন জেহাদী বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।