ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

কামারুজ্জামানের সমাধিতে মোহনপুরের ছয় চেয়ারম্যানের পুষ্পার্ঘ্য অর্পণ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০৬:০০:০০ অপরাহ্ন | গণমাধ্যম

রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন মোহনপুর উপজেলার নৌকা প্রতীক নিয়ে নব নির্বাচিত ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

রোববার পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু, জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজ, ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. অাজাহারুল ইসলাম বাবলু, রায়ঘাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবলু হোসেন,  মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো. অাল অামিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মো. অাব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত অালী।