জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলার পাঁচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিদরাতুল মুনতাহার পাঁচ গ্রামের মাহমুদুল হাসান সুমন এর মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়িতে এসে শিশুটির বাবা মুনতাহারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার বাড়ির সামনে সুন্দর গাড়ি পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা শিশুটিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পরে।
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফয়সল নাহিদ জানান, পানিতে পরে যাওয়া শিশুটির চাচা আতিকুর রহমান হাসপাতালে আনার পরে আমরা শিশুটিকে মৃত্যু অবস্থায় পায়।