উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে স্কুল পর্যায়ের ২৫ জন মেয়ে এবং কলেজ পর্যায়ের ২৫ জন গরীব মেধাবী মেয়ে শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জের বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বৃত্তি প্রদাণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলিমুননেছা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের একাউন্স অফিসার সুফিয়া খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত প্রমুখ।
অনুষ্ঠানে স্কুয় পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৪’শ টাকা হারে (জুলাই-সেপ্টেম্বর) তিন মাসের জন্য ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫’শ টাকা হারে তিন মাসের ১৫০০/- টাকা করে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ২০০৩ সাল থেকে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।