কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংনের প্রভাবে লবণাক্ত পানির আগ্রাসনে ধান উৎপাদনে মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষকেরা। উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে আবাদি জমিতে লবণাক্ত পানি জমে থাকায় এ শঙ্কা তৈরি হয়েছে। তবে, সামনে ভারী বৃষ্টি এবং মিঠা পানির সেচ না দিতে পারলে ধান ক্ষেতের আবাদ আবারও বিঘ্নিত হতে পারে। কৃষকেরা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জমি বর্গায় চাষাবাদ শুরু করে। ঘূর্ণিঝড় সিত্রাংনে ধানি জমিতে লবণাক্ত পানি জমে থাকায় ঝলসে গেছে তাদের স্বপ্ন। এখন নতুন ভাবে চাষাবাদ করার সম্বল নেই। সরকার বা এনজিওর সহযোগিতা ছাড়া চাষাবাদ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তারা।
এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আলী আকবর ডেইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজবাহ উদ্দীন সেলিম দৈনিক রূপসীগ্রামকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংনের প্রভাবে প্রায় ১০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কৃষকেরা যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারে সে জন্য আমরা সব রকম পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে, সহয়তার জন্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা দেয়া হয়নি বলে জানান।