কুলাউড়া উপজেলার জয়চন্ডীতে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়। মঙ্গলবার আদালতের রায় হওয়ার পর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে অবৈধ সম্পত্তির দখলদার এর দেয়াল ভেঙে জমি উদ্ধার করা হয়েছে।
কুলাউড়া থানার এএসআই ইমদাদ ও জয়চন্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জমি উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।
কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি ওই সরকারি জায়গা দখল রেখেছিলেন। এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলেই ওই দেয়াল ভেঙে কোটি টাকা মূল্যের ৩৩ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এভাবে কুলাউড়ায় অনেক সরকারি জমি প্রভাবশালীমহল যুগের পর যুগ দখল করে ভোগ করে আছেন। আমরা এসকল অবৈধ দখলদারদের চিাহ্নত করে জমি উদ্ধার করবো।