ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের অনুরোধ ইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ১২:৪১:০০ অপরাহ্ন | জাতীয়

যে সব নাগরিকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে সংশোধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের  জনসংযোগ পরিচালক  শরিফুল আলম এ তথ্য জানান। 

২ জানুয়ারি ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে শরিফুল আলম বলেন, এ উপলক্ষ্যে যাদের এনআইডিতে ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার হয়েছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন বলে ইসি সূত্রে জানা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিয়েই করা হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ ৯২ হাজার ১৬৯ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটার ছিল ৮৪৮ জন। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস পর ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত তথ্য নেওয়া হয়। এই হিসেবে এক বছরে ভোটার বাড়ে ২৫ লাখ ১৭ হাজার তিনজন। অর্থাৎ বিরাট সংখ্যক ভোটার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।

গত মে মাসের এক তথ্য অনুযায়ি, হেড অফিসসহ সারাদেশে প্রায় পাঁচ লাখের বেশি এনআইডির সংশোধনী আবেদন পেন্ডিং ছিল। ইসিতে পেন্ডিং থাকা আবেদনের মধ্যে ক ক্যাটাগরিতে প্রায় এক লাখ  খ ক্যাটাগরিতে দুই লাখ ২১ হাজার , গ ক্যাটাগরিতে দুই লাখের কাছাকাছি এবং ঘ ক্যাটাগরিতে প্রায় সাত হাজার ৬০০টির বেশি আবেদন পড়ে আছে। এছাড়া পাঁচ হাজারের বেশি আবেদন এখনো ক্যাটাগরি করা হয়নি।

এর মধ্যে অনেক আবেদন নিষ্পতি হলেও এখনও লাখ লাখ এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং রয়েছে।

বায়ান্ন/এমএমএল/একে