ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

গফরগাঁওয়ে বঙ্গবন্ধু বইমেলা উপলক্ষে প্রচার শোভাযাত্রা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ ০৬:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু বইমেলা ২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার
দুপুরে প্রচার শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সূর্যসারথি খেলাঘর আসরের
উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি গফরগাঁও প্রেসক্লাবের সামনে থেকে
বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে। শোভাযাত্রায়
মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সহসভাপতি আহমেদ সাইফুস সালেহীন সফা,
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান হাছান,
গফরগাঁও সাহিত্য সংসদের সদস্য সচিব এডভোকেট সাইফুস সালেহীন,
অদম্য ১৯ এর অন্যতম প্রতিষ্ঠাতা মুহতাসিম ফোয়াদ, ক্লিনআপ গফরগাঁও
এর ফয়সাল আহমেদ নিয়ম, স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন এর সভাপতি
মজিবর রহমান ফরহাদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান
মিন্টু, সূর্যসারথি খেলাঘর আসরের সভাপতি জ,ই সুমন, সাধারন
সম্পাদক মেহেদি হাসান বুলবুলসহ খেলাঘর আসরের কর্মী, সংগঠক ও
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, আগামী ১৮ মার্চ শনিবার উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু বইমেলা ২০২৩
আয়োজন করা হয়েছে। মেলায় দেশের খ্যাতনামা ১৯ টি প্রকাশনি সংস্থাসহ
২২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ৫০ শতাংশ কমিশনে বই বিক্রি করা
হবে। এটি মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের বইমেলার তৃতীয় আসর। প্রথম আসরে শতকরা ৮০ ভাগ ছাড়ে বই বিক্রি করা হয়েছে।