সারা দেশের ন্যায়, সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠি লুটপাটে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে।
সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে। সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র-জনতার যা প্রত্যাশা সেগুলো মাটিচাপা পড়ে যাবে।
মানববন্ধন থেকে গাজীপুরের চার সাংবাদিকের নামে দায়ের হওয়া মিথ্যা মামলাসহ দেশের সকল স্থানে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সহ-সভাপতি এম তুষারী, দৈনিক প্রথম আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি আফসার খাঁন বিপুল প্রমুখ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রপান্তর উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ রিপন, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি আলহাজ হোসেন, আরটিভির উপজেলা প্রতিনিধি বিল্পব হোসেনসহ গাজীপুর ও কালিয়াকৈরে সকল সাংবাদিকবৃন্দ।