ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থী ও পুলিশের এক কর্মকর্তা নিহত হ

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা হলেন জামাল উদ্দিন (৫৮)। তিনি জেলা ট্রাফিক বিভাগে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। অপরজন হলেন সোহেল রানা, তিনি ঢুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার চরবাউশিয়া বড়কান্দি গ্রামে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় জেলা পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মাছবাহী পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন তারা। কিন্তুু পিকআপটির চালক তাদের সংকেত দেখেও দ্রুত গতিতে এসে ‍পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অন্যদিকে, ডুয়েটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান সোহেল রানা।