গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক আমবাগান এলাকা থেকে ৫০০গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
শনিবার রাত ৮ টার দিকে মাদক বিক্রির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের জালাল আহমেদের ছেলে জামান হোসেন (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকুল গ্রামের খায়রুল ইসলামের ছেলে মহসিন (২৪)। তারা দুজনেই টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল আলম জানান, গোপন সংবাদে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের নিকট হতে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। তারা টঙ্গী থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য জেলার বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃতরা এখন থানায় রয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।