গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার করমতলা এলাকা থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত হলেন, নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের মোছাঃ শারুফা সিকদার ওরফে রাইসা (১৯), তিনি বর্তমানে পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের কামারগাঁও গ্রামের নাজির এর বাড়ীর ভাড়াটিয়া।
পূবাইল থানায় কর্মরত এএসআই মোঃ হাফিজুর রহমান জানায়, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪২নং ওয়ার্ডের করমতলা সাকিনস্থ করমতলা কমিউনিটি হাসপাতাল সংলগ্ন হানিফ জেরারেল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের সময় ৫০০ টাকাসহ এক নারী মাদককারবারী আটক করা হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।