চট্টগ্রামের নগরের অক্সিজেন এলাকায় মাসব্যাপী হস্ত-বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে স্মার্ট গ্রুপের মাঠে বিজিএমই-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য বশির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্ভোধন করেন।
এ সময় বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মফজল কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো. আবছার উদ্দিন, সিনিয়র সদস্য আবুল বশর, মেলা কমিটির পরিচালক নজরুল ইসলাম, জেসমিন সুলতানাসহ মেলা কমিটির অন্যান্য নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের প্রথম দিন শুক্রবার ছুটির দিন হওয়াতে মেলায় মানুষের ঢল নামে। মেলা কমিটির পরিচালক জানান, মেলার আইন-শৃঙ্খলার যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষথেকে সার্বক্ষনিক পুলিশ পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ভারুত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (শুক্রবার) সকাল থেকে আমরা ৯ জন নিয়োজিত আছি। মেলা যতদিন চলবে, ততদিন আমরা এখানে থাকার নির্দেশনা রয়েছে।
বায়ান্ন/এসএ